নোটিশসমূহ

যখনই কোন কিছুর পরিবর্তন হবে এবং কোনো নির্দেশ থাকবে তখনই আমাদের ব্লগে জানিয়ে দেওয়া হবে।

১২টি মন্তব্য:

  1. আপনাদের লাকসাম অফিসের ঠিকানা ও মোবাইল নম্বরটা দরকার।

    উত্তরমুছুন
  2. মুরাদনগর এর মোবাইল নাম্বারটা দেন প্লিজ

    উত্তরমুছুন
  3. মুরাদনগর এর মোবাইল নাম্বারটা দেন প্লিজ

    উত্তরমুছুন
  4. আমার বাড়ি তো ভোলা গজারিয়া আপনারা কি মালামাল বাড়ি পচিয়ে দেন নাকি আপনাদের আফিস গিয়ে আনেতে হবে প্লিজ বলবেন আমি কিছু মালামাল পাঠাবো ওমান থেকে

    উত্তরমুছুন
  5. চাঁদপুর শাখার মোবাইল নাম্বার টা দেন please

    উত্তরমুছুন
  6. নোয়াখালর চাটখিল উপজেলায় জননী কুরিয়ার সার্ভিসের এজেন্ট হতে চাই।

    উত্তরমুছুন
  7. Shahidul Islam
    Address Gobindaganj Gaibandha Ami Gobindaganj agent nite chai
    Call 01722330002

    উত্তরমুছুন
  8. আমার ১৬/০৬/২১ তারিখে রংপুর হতে ময়মনসিংহে তিন বস্তা পাখির খাবার বুকিং দেয়া হয়।মাল ডেলিভারি হওয়ার পরও তারা আমাকে কল দেয় নাই বরং ২২-২৫(সকাল) তারিখ পর্যন্ত কয়েকশবার কল দিলেও তারা কল রিসিভ করে নাই।অবশেষে ২৫ তারিখ বিকালে কল ধরে, কিন্তু আমি বুকিং নাম ও নাম্বার বলে, জিগাস করলে জানায় মাল এখনো আসে নাই।আসলে জানাবে।কন্ঠ শুনেই মনে হচ্ছিল কোন ইয়াবাখোরের সাথে আমি ভুলবশত কল দিয়ে দিছি।যাই হোক, তখন আমি চিন্তায় পড়ে যাই,১)১০দিন হয়ে গেলো( ৮৮৫০ টাকার মাল),কিন্তু এখনো আসে নাই বলছে।যেখানে স্বাভাবিক ভাবে যেকোন কুরিয়ারে ৪/৫ দিনের বেশি লাগে না।২) এদিকো ময়মনসিংহে লকডাউন দেয়া হয়ে গেছে ২৫ সকাল ৬টা থেকেই (লকডাউন এলাকায় জননী অফিস,)।তার সাথে দেশব্যাপী কঠোর শাটডাউন😎 লকডাউন যদি দীর্ঘ হয় আমার সব পাখি না খেয়ে মরবে।মফস্বল এলাকায় খাবার পাওয়া যায় না।
    তখন আমি বিষয়টা যিনি পাঠায়ছেন ঐ ভাইকে জানাই।তিনি বলেন পরদিন দুপুরের পরে উনি যে রংপুর জননীতে বুকিং দিয়েছেন, সেখানে যাবেন এবং এই বিষয়ে কথা বলবেন।২৬ তারিখ উনি গিয়ে অভিযোগ দেন,যে মাল ডেলিভারি হয় নাই। তখন রংপুর ব্রাঞ্চের লোক ময়মনসিংহের এদেরকে সাল্টিং দিলে স্বীকার আসে মাল আসছে।তারপর ভাই আমাকে বলেন,কুরিয়ারে গিয়ে মালটা নিয়ে আসতে।আমি মাত্র মালটা নিয়ে আসলাম।রিসিভ করার সময় জিগাস করলাম,কেন এমন করলো, সে কোন উত্তরই দিল না 😎তখন মনটা চাচ্ছিল ওরে চড়ায় দাঁতগুলো সব ফেলে দেই।কিন্তু আমি এখন নিজের রাগ কন্ট্রোল করতে পারি,তা নাহলে ১০-১২ বছর আগের আমি হলে ওরে লাশ বানায় ফেলডাম হয়তে😎।যাই হোক এতো লম্বা লেখার কারণ একটাই সচেতন হোন জননী কুরিয়ারে মালামাল আনানেয়া করার আগে।
    নিয়াজ মুর্শেদ

    উত্তরমুছুন